January 22, 2025
দেশের বর্তমান অবস্থানকে বেহেশতের বাগানের সাথে তুলনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বর্তমান অবস্থানকে বেহেশতের বাগানের সাথে তুলনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বর্তমান অবস্থানকে বেহেশতের বাগানের সাথে তুলনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বর্তমান অবস্থানকে বেহেশতের বাগানের সাথে তুলনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ১৫ বছর আগে কী ছিলেন, আজ কোথায় এসেছেন। আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন তবে আপনাকে কাউকে কিছু বলতে হবে না। আমরা একটা অবস্থান থেকে বেহেশতের বাগানে প্রবেশ করেছি।

শনিবার কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর মডার্ন কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সব পরামর্শ দিয়েছিলেন। এই ডিজিটাল বাংলাদেশ গড়তে তার পরামর্শগুলো কাজে এসেছে। তিনি বলেন, দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে যাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী এককভাবে আমাদের সেই জায়গায় নিয়ে গেছেন।

আসাদুজ্জামান খান বলেন, এই চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম খুনি রয়েছে। তাকে ধরতে আমরা সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছি। তিনি যেখানেই থাকুন না কেন তাকে বিচারের আওতায় আনা হবে।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কোনোভাবেই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করবেন না। সেজন্য আমাদের আইন আছে, যারা অপব্যবহার করবে তাদের আইনের মুখোমুখি হতে হবে। আপনারা কেউ ভুয়া খবর দেবেন না, কোনো টার্গেটেড প্রোপাগান্ডা করবেন না। কেউ ফেসবুকে ভুয়া খবর প্রচার করবেন না। আপনার বিবেক যা বলে তা অনুশীলন করুন।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার একমাত্র বিকল্প শেখ হাসিনা। এ সময় তিনি আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ উজ্জ্বল থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা তপন বকশী ও আরও অনেকে ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X