November 25, 2024
অবিবাহিত তরুণীদের নিয়ে বিজেপি সম্মেলন

অবিবাহিত তরুণীদের নিয়ে বিজেপি সম্মেলন

অবিবাহিত তরুণীদের নিয়ে বিজেপি সম্মেলন

অবিবাহিত তরুণীদের নিয়ে বিজেপি সম্মেলন

অবিবাহিত তরুণীদের নিয়ে জাতীয় সম্মেলন করতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্র রাজ্য বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ১৪০ সদস্যের প্রতিনিধিকে সম্মেলনে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নয়াদিল্লিতে ১৪০ জনের নাম পাঠাবে। সম্মেলন শেষে প্রতিনিধিরা রাজ্যে ফিরে আসবেন তরুণীদের উৎসাহ দিতে। কেন্দ্রে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে গ্রামে গ্রামে যুবতী মহিলাদের কাছে যাবেন তাঁরা৷ এছাড়া রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা তুলে ধরবেন তারা।

২০১৯ সালে গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে, বিজেপি দেখতে পেয়েছে যে যদিও তারা জিতেছে, তারা মহিলাদের, বিশেষ করে অবিবাহিত যুবতী মহিলাদের থেকে কম ভোট পেয়েছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারা মাঠে নেমেছেন। অবিবাহিত তরুণীদের ভোট পেতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন তারা।

মূলত এই লক্ষ্য থেকেই কেন্দ্রীয় বিজেপি রাজ্য বিজেপিকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রের এই নির্দেশের চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির কাছে। নির্দেশে রাজ্য বিজেপির যুব মোর্চার মধ্যে তরুণীদের একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানকে এই কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

X