January 22, 2025
ভাঙা মঞ্চের ছবি তুলতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে ছাত্রলীগ

ভাঙা মঞ্চের ছবি তুলতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে ছাত্রলীগ

ভাঙা মঞ্চের ছবি তুলতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে ছাত্রলীগ

ভাঙা মঞ্চের ছবি তুলতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে ছাত্রলীগ

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে মঞ্চ ভেঙে পড়ার ঘটনার পর সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় এক সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত সাংবাদিকের নাম শেখ জামাল খান সৌরভ। কাজ করছেন এসএ টিভিতে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বক্তব্যের একপর্যায়ে আচমকাই চারটার দিকে মঞ্চ ভেঙে পড়ে।

জানা গেছে, মঞ্চ ভেঙে পড়ার পর সাংবাদিকরা ভিডিও ও ফুটেজ তুললে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলেও জানা গেছে।

সংবাদকর্মীদের অভিযোগ, আমরা তো তাদের (ছাত্রলীগের) শত্রু না। আমরা তাদের প্রোগ্রাম কাভারেজ করতে এসেছি। এতে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কিন্তু তারা উল্টো আমাদের সাথে খারাপ আচরণ করেছেন, যা কোনোভাবেই একটা ক্ষমতাসীন দলীয় ছাত্রসংগঠনের কর্মীদের কাছ থেকে কাম্য নয়।

এ নিয়ে বাংলা ট্রিবিউনের ঢাবি প্রতিনিধি আবিদ হাসান রাসেল বলেন, স্টেজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সব সাংবাদিক ছবি ও ভিডিও ধারণ করতে থাকে, আমিও ছবি তুলি। অপরাজেয় বাংলার পেছন থেকে আমি বটতলার দিকে যাওয়ার সময় দুই ছাত্রলীগ নেতা আমাকে ভিডিও, ছবি ডিলেট করতে হুমকি দেয়। আমি সাংবাদিক পরিচয় দেয়ার পরও বলে তো কী হয়েছে! দুর্ঘটনা ঘটতে পারে, ভিডিও ছবি এখনি ডিলিট কর।

দৈনিক কালবেলা পত্রিকার রিপোর্টার মোতাহের হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, মঞ্চ বানালেন দুর্বল। আহত অনেকে। ভাঙার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের অসম্মান। এটাই কি স্মার্ট ছাত্রলীগ!

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য লিটন ইসলাম বলেন, বক্তব্য চলাকালে কোনো সমস্যা নেই, কিন্তু যেই মঞ্চ ভেঙে গেল তখনই সাংবাদিকদের লাঞ্ছিত করল। স্মার্ট ছাত্রলীগের অর্থ কী তাহলে এই?

আমবার্তা অনলাইন পোর্টালের ঢাবি প্রতিনিধি জালাল আহমেদ বলেন, “ভাঙ্গা মঞ্চের ভিডিও ও ছবি তোলার অপরাধে তারা আমার প্রেস কার্ড ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। লেমিনেটিং না করলে ছিঁড়ে যাবে। ভিডিও তুলতে সমস্যা কোথায়? আর ভাঙা মঞ্চের ছবি?

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ঘটনায় আমরা দুঃখিত। এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published.

X