চাদে সরকারবিরোধী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭২ জন নিহত হয়েছেন
মধ্য আফ্রিকার দেশ চাদের দুটি শহরে নিরাপত্তা বাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অনেকে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার চাদের রাজধানী ও মাউন্ডুতে সহিংসতার খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে অন্তত ৪০ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ৩০০ জন। এছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মন্ডুতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। সেখানে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন।
অস্থিরতা ছড়িয়ে পড়েছে দক্ষিণের শহর ডোবা ও সারাহতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
সম্প্রতি মহামেত ইদ্রিস দেবী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতার মেয়াদ দুই বছর বাড়ানোর ঘোষণা দেন। এ ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কারণ গত বছর একজন আততায়ীর হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দেবীর বাবা তিন দশক ধরে দেশের ক্ষমতায় ছিলেন। ওই পরিবারের শাসনে ক্ষুব্ধ চাদবাসীরা।