January 18, 2025
কাঙ্খিত পদ না পেয়ে অভিমানে দুধে গোসল করে ছাত্রলীগ থেকে বিদায় নেন

কাঙ্খিত পদ না পেয়ে অভিমানে দুধে গোসল করে ছাত্রলীগ থেকে বিদায় নেন

কাঙ্খিত পদ না পেয়ে অভিমানে দুধে গোসল করে ছাত্রলীগ থেকে বিদায় নেন

প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে দুধে গোসল করে রাজনীতি থেকে অবসর নেন তিনি। আরমিন নামে এক ছাত্রলীগ নেতা।  গতকাল রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দুধ দিয়ে গোসলের ভিডিও পোস্ট করেন আরমিন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কাঙ্খিত পদ না পেয়ে অভিমানে দুধে গোসল করে ছাত্রলীগ থেকে বিদায় নেন

এর আগে বুধবার আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত ১৯ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয় জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল আলমকে সভাপতি ও মোঃ তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। দুধে গোসল করা আরমিনকে কমিটিতে ১ নম্বর সহসভাপতি করা হয়।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার কমিটি ঘোষণার পর থেকেই ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। পদচ্যুত কমিটির একাংশ বুধবার বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে।

ছাত্রলীগ থেকে ১২ বছর, আমার অর্জন ৭ মামলার আসামি, এক বছর পুলিশি হয়রানি। পঙ্গু, খালি পকেট দুধে গোসল করে রাজনীতি থেকে বিদায় ।

আরমিন বলেন, ‘ছাত্র সংগঠন, বিএনপি পরিবারের কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়াটাই ভালো সিদ্ধান্ত। হৃদয় দিয়ে নয়, আবেগ দিয়ে রাজনীতি করেছি। আবেগে ভেজালের কোন অবকাশ নেই। ঘোষিত কমিটিতে আমি সবচেয়ে সিনিয়র। সভাপতি হলে আমাকে করা হবে। আমি কোন পদে প্রার্থী তা আমাকে জিজ্ঞাসা না করেই কমিটি ঘোষণা করা হয়। তাই দুঃখে দুধে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, দীর্ঘদিন পর পাকুন্দিয়ায় একটি চমৎকার কমিটি দেওয়া হয়েছে। সবাইতো  আর সন্তুষ্ট হতে পারে না। সে জন্য অনেকেই নানা কথা বলে কমিটিকে বদনাম করার চেষ্টা করছেন। তবে সময়ে সব ঠিক হয়ে যাবে।

নতুন কমিটির সভাপতি নাজমুল আলম ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন বলে জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। কমিটি ঘোষণার পর পদচ্যুতসহ একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আবার অনেকে সস্তা প্রচারণা চালিয়ে ভাইরাল হওয়ার জন্য ফেসবুকের আশ্রয় নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.

X