November 23, 2024
যুক্তরাষ্ট্র বেপরোয়া পুতিনকে ভয় পাবে না: বাইডেন

যুক্তরাষ্ট্র বেপরোয়া পুতিনকে ভয় পাবে না: বাইডেন

যুক্তরাষ্ট্র বেপরোয়া পুতিনকে ভয় পাবে না: বাইডেন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল  খেরসন, জাপোরিঝিয়া, লুহানস্ক এবং ডোনেটস্ককে তার অধিকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন। তিনি বলেন, পুতিনের বেপরোয়া হুমকিতে ভয় পাবে না যুক্তরাষ্ট্র।

পুতিন চারটি অধিকৃত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছেন। পুতিন আরও বলেন, ওই চারটি অঞ্চল চিরতরে রাশিয়ার অংশ হয়ে গেছে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলেনবার্গ রাশিয়ার ইউক্রেন দখলকে যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দিক বলে অভিহিত করেছেন।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন পুতিন তাদের হুমকি দিলেও তিনি তাদের ভয় দেখাতে আসবেন না। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এতে ভয় পাবে না।” একই সঙ্গে বাইডেন আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্ররা মিত্র দেশগুলোর মাটির প্রতি ইঞ্চি নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।”

বাইডেন এও বলেন, “আমি মনে করি প্রতি ইঞ্চি মাটি বলতে আমি কি বুঝাতে চেয়েছি আশা করি পুতিন  সে বিষয়ে ভুল বুঝবেন না।”

Leave a Reply

Your email address will not be published.

X