ক্যালিফোর্নিয়ায় দুই বছরের শিশুর গুলিতে প্রাণ গেল মায়ের
“শিশুদের নাগালের বাইরে রাখুন” এ কথাটি দৈনন্দিন প্রয়োজনের অনেক গেজেট এবং প্রয়োজনীয় দ্রব্যের গায়ে লেখা থাকে। এবং সেটা হয়তোবা অনেক সময় আমরা নিজ অবহেলায় ভুলে যাই। আর ঘটে যায় হরেক রকম দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার এই দুঃখজনক ঘটনাটি ঠিক তারই প্রতিধ্বনি।
উত্তর ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্টে একটি ২ বছর বয়সী শিশু ঘটনাক্রমে একটি বন্দুকের ট্রিগার টেনে নেয়, সেখান থেকে গুলি বের হয়ে তার ২২ বছর বয়সী মা হত্যা হয়ে যায় ।
গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। জেসিনিয়া নামের ওই নারী বুকে গুলিবিদ্ধ হন। তার ছোট ছেলে বাড়ির বেডরুমে একটি লোডেড বন্দুক খুঁজে পেয়ে ট্রিগার টেনে বসে । পুলিশ জানিয়েছে, বন্দুকটি মহিলার প্রেমিক অ্যান্ড্রু সানচেজের। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সানচেজকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ লেফটেন্যান্ট পল সার্ভান্তেস এক সংবাদ সম্মেলনে বলেন, শিশুটি বন্দুকের কাছে কিছুক্ষণের জন্য পৌঁছায় এবং ট্রিগার টেনে নেয়। এ সময় বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার মা মিনা গুলিবিদ্ধ হন।
মিনাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। “এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং আমাদের মনে করিয়ে দেয় যে অস্ত্রগুলি সঠিকভাবে সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ,” ৷
পুলিশ জানিয়েছে, মিনা ও তার সন্তানরা সন্ধ্যায় তার প্রেমিকের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করছিল। সবাই বাড়িতে আরাম করছিল। ঘটনার সময় মিনার অপর শিশু, ৮ মাস বয়সী,ঐ বাড়িতেই ছিল। সানচেজ শোবার ঘরে একটি লোড করা ৯ মিমি বন্দুক রেখেছিলেন। এটি শিশুদের নাগালের মধ্যে ছিল। শুক্রবার ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়। সানচেজের বিরুদ্ধে শিশু বিপন্ন এবং অপরাধমূলক অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তার আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই, পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার একটি শপিং মলে একটি ৭ বছর বয়সী ছেলে ভুলবশত বন্দুকের ট্রিগার টেনে তার ২ বছর বয়সী ভাইকে হত্যা করার মাত্র কয়েকদিন পর ঘটনাটি ঘটে।
আরো পড়তে