January 18, 2025
ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়: পেন্টাগন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়: পেন্টাগন

https://timetvusa.com/archives/north-america/24224/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8/

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়: পেন্টাগন

ইসরায়েলি বাহিনী ১৪০টি যুদ্ধবিমান নিয়ে ইরানের ওপর ব্যাপক হামলা চালায়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন প্রতিরক্ষা দফতরের সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ইরানে ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। কিন্তু হোয়াইট হাউস ইরানের ওপর ইসরায়েলের হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে দেখছে।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সেন সাভেত এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল নিজেদের রক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে। এটি ১ অক্টোবর ইরানের হামলার প্রতিক্রিয়া।

হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস টেক্সাসে প্রচারণা চালাচ্ছিলেন। বিবিসি বলছে, ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে তাদের ব্রিফ করা হয়েছে।

এদিকে ইসরায়েলের নিউজ চ্যানেল ১২ জানিয়েছে যে, ইসরায়েল ইরানের উপর দ্বিতীয় পর্যায়ের হামলা শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি নিউজ চ্যানেল। ইরানের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জনগণ ও ইসরায়েলকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

প্রায় এক মাস আগে ইসরায়েলে প্রায় ২০০  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর থেকে ইরানের উপর ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালায় ইসরাইল।

এদিকে, যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের ওপর হামলার বিষয়ে তারা অবগত। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন বলেছে যে তারা ইরানে ইসরায়েলি বিমান হামলার সাথে জড়িত নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। রয়টার্স জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও ইসরায়েলি হামলার কথা জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, মধ্য তেহরানে বিমান প্রতিরক্ষা সাইরেন শোনা গেছে।

ইসরায়েলের নিউজ চ্যানেল ১২ জানিয়েছে যে, ইসরায়েল ইরানের উপর দ্বিতীয় পর্যায়ের হামলা শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি নিউজ চ্যানেল। ইরানের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জনগণ ও ইসরায়েলকে রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

ইসরায়েলি সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর ইসরায়েলের হামলা পর্যবেক্ষণ করছেন।

তবে এসব হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য করা হয়নি। এ ছাড়া হামলায় ইরানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published.

X