ওয়াশিংটনের জর্জ অ্যাম্ফিথিয়েটার এলাকায় ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভালে (সংগীত উৎসব) বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী জনাকীর্ণ এলাকা লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
গ্রান্ট কাউন্টি শেরিফের মুখপাত্র কাইল ফোরম্যান বলেছেন, সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার হওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার সময় বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড উৎসব চলছিল। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষকে সেখানে অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়।
বুধবার সকালে সংগীত উৎসবের ওই দিনের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন আয়োজকরা। বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ডের মতে, ওভারফ্লো ক্যাম্পিং এলাকায় গত রাতের ঘটনার কারণে বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ডের দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।