December 3, 2024
ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

 ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মহামারী আকার ধারণ করেছে। বেড়েছে নির্বিচারে গুলিবর্ষণ। ২০২৩ সালে এ পর্যন্ত দেশে বন্দুক হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ভার্জিনিয়ার রিচমন্ডে একটি হাইস্কুলের বাইরে ভিড়ের মধ্যে গুলি চালায় এক ব্যক্তি। নিহত হন দুইজন। আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (৭ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

রিচমন্ড পুলিশ প্রধান রিক এডওয়ার্ডস এক সংবাদ সম্মেলনে বলেন, হঠাৎ গুলির শব্দে ভিড়ের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনায় ১৯ বছর বয়সী এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত দুজনের বয়স যথাক্রমে ১৮ ও ৩৬ বছর।

রিক বলেন, গুলিতে আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক ছেলেও রয়েছে। অন্যদের বয়স ৩১, ৩২,৫৫ এবং ৫৮ বছর। তাদের মধ্যে ৩১ বছর বয়সী এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published.

X