December 3, 2024
বাজারে আসছে রোবট বউ

বাজারে আসছে রোবট বউ

বাজারে আসছে রোবট বউ

বাজারে আসছে রোবট বউ

ইলন মাস্ক, একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। ক্রমাগত বিশ্বস্ত ও বিস্মিত মাস্ক । সব সময় নানা কাজে ব্যস্ত থাকেন  যিনি। একদিকে বৈদ্যুতিক গাড়ি টেসলা।অন্যদিকে মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটার।

তিনি দুই পক্ষই একসঙ্গে সামলাচ্ছেন। যাই হোক, মাঝে মাঝে নানা কারণে ভাইরাল হয়ে যান তিনি। এবার তিনি যে ঘটনা ঘটালেন তা দেখে সকলের চোখ ছানাবড়া হয়ে গেল।

সম্প্রতি একটি রোবটকে চুম্বন করা ইলন মাস্ক ভাইরাল হয়েছে। সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই ঝড় ওঠে। কিন্তু কেন সে একটা মেশিনে চুমু খাচ্ছে?

টেসলা সম্প্রতি একটি হিউম্যানয়েড রোবটের একটি প্রোটোটাইপ তৈরি করেছে। যার নাম Optimus. ছবিটি ১৬ মে থেকে ভাইরাল হচ্ছে, যা ড্যানিয়েল মেভার্ন নামে একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি চারটি ভিন্ন নারী রোবটকে চুম্বন করছেন।

তবে অনেকের দাবি, এই ছবির কোনো সত্যতা নেই, পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ।

তবে, টুইটার ব্যবহারকারী বলেছেন যে ইলন মাস্কের টেসলা এমন একটি রোবট তৈরি করেছে যেটিতে নারীর মতো বৈশিষ্ট্য রয়েছে। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে টেসলা এই রোবট তৈরি করেছে।

ওই ব্যক্তি আরও বলেন, ইলন মাস্ক যেমন চান, উন্নত প্রযুক্তির এই রোবট তৈরি করা হয়েছে, এই রোবটের নাম ক্যাটনিলা। এটি সৌর শক্তি দ্বারা কাজ করে। এই রোবট সুখ-দুঃখ দুটোই অনুভব করতে পারে।

অনেকে কিছুতেই বিশ্বাস করেন না। কেউ মজা করে লিখেছেন, এই রোবটের স্বামী কোথায়?

তবে, টুইটার ব্যবহারকারী বলেছেন যে ইলন মাস্কের টেসলা এমন একটি রোবট তৈরি করেছে যেটিতে নারীর মতো বৈশিষ্ট্য রয়েছে। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে টেসলা এই রোবট তৈরি করেছে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X