January 17, 2025
জুসের জন্য বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করল এক তরুণী

জুসের জন্য বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করল এক তরুণী

জুসের জন্য বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করল এক তরুণী

জুসের জন্য বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করল এক তরুণী

বিমানে প্রচুর পরিমাণে পানীয় বহন করা নিষিদ্ধ। তবুও আপেলের রস ভর্তি বোতল নিলেন এক তরুণী। তল্লাশির সময় নিরাপত্তারক্ষীরা অবৈধ জুসের অতিরিক্ত বোতল জব্দ করেছে। এরপর নিরাপত্তারক্ষীদের মারধর করেন ওই তরুণী। মারধরের অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার আমেরিকার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবহন নিরাপত্তা প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা চালায় ১৯ বছর বয়সী মাকিয়াহ কোলম্যান।

মিডিয়া রিপোর্টে আরও বলা হয়েছে যে কোলম্যান মারধরের সময় একজন নিরাপত্তারক্ষীকে কামড় দিয়েছে । সে তার কনুই দিয়ে আরেকজনের মাথায় আঘাত করেছে। আর অন্য আরেক একজনকে চুল ধরে ঝাঁকিয়ে দিয়েছে । এ ঘটনায় দুই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

কয়েক মিনিটের মধ্যেই ফিনিক্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে গ্রেপ্তার করে। কোলম্যানকে $৪,৫০০ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X