ক্লিভল্যান্ডে বাড়িতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত
ক্লিভল্যান্ডে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ১১টা ৩১ মিনিটে টেক্সাসের ক্লিভল্যান্ড শহরের একটি বাড়িতে এ হামলা চালানো হয়।
সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা হিউস্টনের প্রায় ৫৫ মাইল উত্তরে একটি ছোট শহর ক্লিভল্যান্ডে হামলার বিষয়ে একটি কল পেয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে ক্লিভল্যান্ডের একটি বাড়িতে একটি এ.আর-১৫ রাইফেল থেকে গুলি চালানো হয়েছে। এতে আট বছরের এক শিশু ও দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। মৃত দুই নারীকে জীবিত দুই শিশুর হাতে আটকে রাখা হয়েছিল।
ক্লিভল্যান্ডের কর্তৃপক্ষ বলছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। কর্মকর্তাদের ধারণা, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন।
এর আগে গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলাকারীসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু ও একজন নারী রয়েছে। ন্যাশভিলের বার্টন হিলস এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী গুলি চালায়।