January 19, 2025
এক বিস্ফোরণেই ১৮ হাজার গরু পুড়ে ছাই

এক বিস্ফোরণেই ১৮ হাজার গরু পুড়ে ছাই

এক বিস্ফোরণেই ১৮ হাজার গরু পুড়ে ছাই

এক বিস্ফোরণেই ১৮ হাজার গরু পুড়ে ছাই

হঠাৎ গরুর খামারে ভয়াবহ বিস্ফোরণ হয়। আর তাতেই পুড়ে মারা যায় ১৮ হাজারের বেশি গরু। ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডিমিটের সাউথফর্ক ডেইরিতে। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আমেরিকার পশু খামারে দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০১৩ সালেও এরকম ঘটনা ঘটেছিল। গত ১০ বছরে এসব দুর্ঘটনায় মৃত গরু বা পাখির সংখ্যা অনেক ,প্রায় ৬৫ লাখ।

কিন্তু সাউথফর্কের ঘটনার ভয়াবহতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কী কারণে এত বড় বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে ওই পশু খামারের মালিক কিছু বলতে পারেননি।

আশপাশের বাসিন্দারা জানান, হঠাৎ শক্তিশালী বিস্ফোরণের পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খামারটি পুড়ে যায়। কিছুক্ষণ পর ফায়ার ব্রিগেড এসে আগুন নেভাতে শুরু করে।

উদ্ধারকারী দল জানিয়েছে, ঘটনাস্থলে শুধু গরুর টুকরো টুকরো লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। খামারে  গরুর শরীরের বিভিন্ন অংশ খসে পড়েছে। খামারের অস্তিত্ব নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, খামারের মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে কোনো বিস্ফোরক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সাউথফর্ক ডেইরিতে এত গরু নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এই ডেইরিটি ছিল আমেরিকার অন্যতম প্রধান দুধ উৎপাদন কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published.

X