টর্নেডো যুক্তরাষ্ট্রে ২৭ জন নিহত, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন
ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন এবং যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম দেশ হলো পৃথিবীর এক নম্বর উন্নত দেশ আমেরিকা, এই দেশের উপর দিয়ে প্রায় সময় বয়ে যাওয়া সকল প্রাকৃতিক দুর্যোগের বেশিরভাগই শক্তিশালী আকারে আঘাত হেনেছে । তারই অংশ হিসেবে গত শুক্রবারের এই শক্তিশালী ঘূর্ণিঝড় ।
শনিবার, আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স এই শক্তিশালী টর্নেডোতে শুধু তার রাজ্যেই অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লিটল রক থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে আরকানসাসের উইনেও চারটি মৃত্যুর খবর পাওয়া গেছে। নর্থ লিটল রকে একজনের মৃত্যু ছাড়াও অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে শক্তিশালী টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিদেশি গণমাধ্যম। ইতিমধ্যে ওইসব এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় শক্তিশালী টর্নেডো আঘাত হানে। শনিবার, এটি ধীরে ধীরে আরকানসাস রাজ্যের মধ্য দিয়ে পূর্ব দিকে চলে গেছে। অসংখ্য বাড়িঘর ছাড়াও গাছপালা ভেঙে পড়েছে ।
দেশটির মিডিয়া জানিয়েছে যে ঝড়ের কারণে প্রায় ৮৫ মিলিয়ন মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইন ভেঙে পড়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ হীন হয়ে পড়েছে।