ওবামাকে টপকে টুইটারে শীর্ষে ইলন মাস্ক
কথার জাদুকরী শক্তির আলোকবর্তিকা বিশ্বে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক হুসাইন ওবামা। যার সম্মোহনী শক্তিতে আমেরিকার অধিকাংশ মানুষ তাকে ভালবেসে টানা দুইবার ক্ষমতার মসনদে বসিয়েছিলেন। এবং তাকে তুলনা করেছিলেন আব্রাহাম লিংকন এর মত স্বনামধন্য আমেরিকার প্রেসিডেন্টের সাথে। আর অন্যদিকে অত্যধিক বিচক্ষণ এবং যোগ্য ধনবান ব্যক্তি । আলোচিত বিশ্বের শীর্ষ স্থানে অবস্থানকারী ধনী ইলন মাস্ক।
আমেরিকান বিলিয়নেয়ার ইলন মাস্ক, যিনি অনেক আলোচনা সমালোচনার পর টুইটারের মালিকানা নিয়েছিলেন, এখন সেই তিনিই টুইটারে অনুসরণকারীদের সংখ্যায় শীর্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফলোয়ারের সংখ্যার দিক থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে তিনি বৃহস্পতিবার শীর্ষস্থানে চলে গেছেন, ।
এখন টুইটারে মাস্কের অনুসরণকারী অ্যাকাউন্টের সংখ্যা ১৩৩ মিলিয়ন ৮৪ হাজার ৫৬০।
এদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন বারাক ওবামা। টুইটারে ওবামাকে অনুসরণকারী অ্যাকাউন্টের সংখ্যা ১৩৩ মিলিয়ন ৪১ হাজার ৮১৩।
পাঁচ মাস আগে, টুইটারের মালিকানাকে ঘিরে কম নাটক হয়নি। ইলন মাস্কের খামখেয়ালিতে আদালত পর্যন্ত গড়ায় শর্ট মেসেজিং প্ল্যাটফর্মটির একটি বিশেষ পর্ব। বলা যায় শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই টুইটার কিনে নেন মাস্ক। ইলন মাস্ক মানব কল্যাণে ১৯৫ মিলিয়ন ডলারের শেয়ার প্রকাশ করেছেন
তবে টুইটার কেনার পরও টেসলার প্রতিষ্ঠাতা মাস্কের কর্মকাণ্ড একের পর এক শিরোনামে রয়েছে।
একটি ই-মেইল বার্তায়, সোশ্যাল মিডিয়া কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ইলন মাস্ক, টুইটার কর্মীদের শেয়ারের প্রস্তাব দিয়েছেন। কিন্তু সে কারণেই তিনি টুইটারের মূল্য নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার। ইলন মাস্ক ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণাও দিয়েছেন।
টুইটারের নতুন প্রধানের অফার প্রযুক্তি বিশ্লেষকদের পাশাপাশি কোম্পানির কর্মচারীদেরও অবাক করেছে। ইলন মাস্ক গত বছরের অক্টোবরে ৪,৪০০ মিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন। তুলনামূলকভাবে টুইটারের এই নতুন দাম ক্রয়মূল্যের অর্ধেকেরও কম। মূল্যমান নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার। ম্যানচেস্টার ইউনাইটেড কেনার কথা জানালেন ইলন মাস্ক
টুইটারেরর নতুন প্রধানের এ অফার প্রতিষ্ঠানটির কর্মীসহ প্রযুক্তি বিশ্লেষকদেরও অবাক করেছে। গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম।