November 5, 2024
যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: বলছে চীন

যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: বলছে চীন

যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: বলছে চীন

যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি: বলছে চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস । যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করতে হবে বলেও মনে করেন তিনি। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মাও।

এই কূটনীতিক বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমানু হুমকির উৎস। দেশটির উচিত তাদের পরমাণু নীতির বিষয় সতর্কতার সঙ্গে পুনর্বিবেচনা করা, নিরস্ত্র করার জন্য তাদের বিশেষ ও প্রাথমিক দায়িত্ব সযত্নে পালন করা। একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করা এবং  তাদের পারমাণবিক ঝুঁকি কমাতে অর্থপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত।’

মাও জোর দিয়ে বলেন, চীনের কথিত পরমাণু হুমকির ব্যাপারে জল্পনা-কল্পনা যুক্তরাষ্ট্রের নিজস্ব পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর একটি অজুহাত মাত্র।

মার্কিন কৌশলগত কমান্ডের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ফেব্রুয়ারির শুরুতে বলেছিল, যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের স্থল-ভিত্তিক আইসিবিএমের বেশি লঞ্চার রয়েছে। প্রকাশনার লেখকরা উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলায় দেশটির পরমাণু সম্ভবনা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published.

X