নতুন ৪০০ মিলিয়ন ডলারের ইউক্রেনে যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
নতুন ভাবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দেয় মার্কিন প্রশাসন।
এ নিয়ে ৩৩ বারের মতো কোষাগারে হাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ পর্যন্ত ৩২ বিলিয়ন ডলার বরাদ্দ দিল যুক্তরাষ্ট্র। তবে নতুন অস্ত্র কিনে পাঠানোর চেয়ে সরকারি অস্ত্রভান্ডার থেকেই ইউক্রেনে অস্ত্রশস্ত্র পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্র সরকার।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘এবারের সহায়তা প্যাকেজে আগ্নেয়াস্ত্র, সামরিকযান ও সরঞ্জামের পরিমাণ বেশি থাকবে।’
সাম্প্রতিক প্যাকেজে কিয়েভে যেসব অস্ত্র পাঠাচ্ছে ওয়াশিংটন:
- অত্যাধুনিক রকেট সিস্টেম ‘হাইমারস’র জন্য বাড়তি গোলাবারুদ
- আরও ১৫৫ মিলিয়ন ডলারের কামানের গোলা
- আরও ১০৫ মিলিয়ন ডলারের ভিন্ন প্রকারের কামানের গোলা
- ২৫ মিলিয়ন ডলারের গুলি
- সামরিক যানচালিত বিশেষ সেতু
- বাঁধা পরিষ্কারের যন্ত্রপাতি ও ধ্বংসকরণ গোলাবারুদ
- সামরিকযানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা সরঞ্জাম
- গাড়ি ও মেশিনের যন্ত্রপাতি ও রণাঙ্গনের প্রয়োজনীয় সরঞ্জাম
গত সপ্তাহে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) আওতায় যুক্তরাষ্ট্র দুই বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। এর আওতায় অস্ত্র ক্রয় করা হবে এবং এটি কিছুটা সময়সাপেক্ষ বলে জানিয়েছে সিএনএন।
ইউক্রেন অবশ্য যুক্তরাষ্ট্রের ইউএস এফ-১৬ যুদ্ধবিমান আশা করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা এটি নাকচ করে আসছেন।