November 21, 2024
সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল এবার কানাডা

সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল এবার কানাডা

সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল এবার কানাডা

 সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল এবার কানাডা

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের পর এবার সরকারি ডিভাইসে জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে কানাডা।

সাইবার নিরাপত্তার কারণে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এখন থেকে কানাডার আর কোনো সরকারি কাজে যুক্ত ব্যক্তি, প্রশাসনিক কর্তা, ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা তাদের মোবাইল, ট্যাব বা ল্যাপটপে টিকটক ব্যবহার করতে পারবেন না।

জাস্টিন ট্রুডো বলেন, আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নতুন সিদ্ধান্ত নিয়েছি।

সেটি হলো টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হবে। তবে নিরাপত্তা নিশ্চিতে চাইলে দেশের সাধারণ মানুষও টিকটক ব্যবহার বন্ধ করতে পারেন।

কানাডা সরকার দেশটির সব সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে। নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এর মাধ্যমে চীনা ভিডিও-শেয়ারিং প্ল্যাটফরমটির বিরুদ্ধে কানাডা সরকারের আরেকটি ক্র্যাকডাউন (সাঁড়াশি অভিযান) শুরু হতে পারে।

এমনই ইঙ্গিত দিয়েছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে অটোয়া প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published.

X