আলাস্কার আকাশে রহস্যজনক বস্তু, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নামালো যুক্তরাষ্ট্র
এক সপ্তাহ আগেই মার্কিন আকাশে থাকা চীনা নজরদারি বেলুনকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক রহস্যজনক বস্তুর দেখা মিলল যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে। শুক্রবার আলাস্কায় ৪০ হাজার ফুট উচ্চতায় সন্দেহজনক বস্তু উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গেই সন্দেহজনক বস্তুকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয়।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানে হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ গত ২৪ ঘণ্টায় আলাস্কার আকাশসীমায় একটি উচ্চ-উচ্চতার বস্তুর ওপর নজর রাখছিল এবং শুক্রবার ৭:৩০ মিনিটে অবশেষে বস্তুটিকে ক্ষেপণাস্ত্র করে নামিয়েছে মার্কিন নর্দার্ন কমান্ডের যুদ্ধ বিমান।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, কোথা থেকে এই নতুন উড়ন্ত বস্তুটি এসেছিল বা তার উদ্দেশ্য কি ছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ভূপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সেই রহস্যজনক বস্তুটি। এই উচ্চতা দিয়েই বেসামরিক বিমান চলাচল করে। কোনও বিমানের সঙ্গে ধাক্কা লাগলে বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি ঘটতে পারে, এই আশঙ্কাতেই উড়ন্ত বস্তুকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করা হয়েছে।
কিরবি জানান, প্রেসিডেন্ট জো বাইডেনই মিলিটারি বাহিনীকে ওই উড়ন্ত বস্তু নামানোর নির্দেশ দেন। অন্যদিকে, বাইডেনও কিছুক্ষণ পরে জানান, রহস্যজনক বস্তুকে নামানোর প্রচেষ্টা সফল হয়েছে।
কিরবি আরও জানান, এই রহস্যজনক বস্তুটি চীনা নজরদারি বেলুনের তুলনায় আকারে অনেক ছোট ছিল। ছোট একটি গাড়ির আকারের উড়ন্ত কোনও বস্তু ছিল এটি। কোথা থেকে এসেছিল, কোনও রাজ্য বা কর্পোরেট সংস্থা তা উড়িয়েছিল কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি
তিনি বলেন, বস্তুটি আলাস্কার উত্তর দিকে আর্কটিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থানের মধ্যে পড়েছিল। ইতিমধ্যেই সেই রহস্যজনক বস্তুর ধ্বংসাবশেষ খোঁজার কাজ শুরু করা হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া টুকরোগুলো উদ্ধার হলে, তা পরীক্ষা করে বিস্তারিত তথ্য জানা যাবে বলেই জানানো হয়েছে।
এদিকে বেলুনকাণ্ডের জেরে ছয়টি চীনা কোম্পানিকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। শুক্রবার বাইডেন প্রশাসন জানায়, এসব কোম্পানি চীনের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্যিকভাবে সম্পৃক্ত। বিশেষত চীনের আকাশযান ও গোয়েন্দা বেলুন প্রকল্পের সঙ্গে এসব কোম্পানির সরাসরি সম্পৃক্ততা রয়েছে।