November 24, 2024
সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে:বেলুন প্রসঙ্গে চীনকে বাইডেন

সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে:বেলুন প্রসঙ্গে চীনকে বাইডেন

সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে:বেলুন প্রসঙ্গে চীনকে বাইডেন

সার্বভৌমত্বের জন্য হুমকি হলে জবাব দেওয়া হবে:বেলুন প্রসঙ্গে চীনকে বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তবে বেইজিং যদি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে তাহলে নিজেদের রক্ষার জন্য তার জবাব দেওয়া হবে।

মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাইডেন তার ভাষণের বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে চায়না গোয়েন্দা বেলুন এবং তা নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে তার প্রশাসনের কঠোর সমালোচনার জবাব দেন।

যুক্তরাষ্টসহ সারাবিশ্বের স্বার্থেই চীনের সঙ্গে তার সরকার কাজ করতে চায় উল্লেখ করে বাইডেন বলেন, আমি চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অ্যামেরিকার স্বার্থ ও পুরো বিশ্বের সুবিধার জন্যই আমি এগিয়ে যেতে চাই। কিন্তু চীন যদি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে আমরা আমাদের দেশকে রক্ষা করবো। যা যা করার দরকার করবো- এতে কোনো সন্দেহ নাই। এ বিষয়টি আমি গত সপ্তাহেও পরিষ্কার করেছি।

প্রেসিডেন্ট তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে অবিচ্ছিন্ন এবং দেশের অর্থনীতিকে আবারও চাঙ্গা করে তোলার ব্যাপারে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

চীন প্রসঙ্গ ছাড়াও বাইডেন দেশের অভ্যন্তরীণ নানা ইস্যু যেমন- বন্দুক সহিংসতা, পুলিশ সংস্কার, হেলথকেয়ার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার হুমকি নিয়েও কথা বলেন।

সবশেষে দেশবাসীকে শোনার আশার বাণী। বাইডেন বলেন,আমরা সবাই এক। অ্যামেরিকা একটি জাতি যারা সারা বিশ্বে আইডিয়া তৈরি করে। নতুন যুগ ও সম্ভাবনার, সারা বিশ্বের বাতিঘর।

Leave a Reply

Your email address will not be published.

X