January 18, 2025
আলোচিত চীনা বেলুন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আলোচিত চীনা বেলুন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আলোচিত চীনা বেলুন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আলোচিত চীনা বেলুন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে বেলুনটি ভূপাতিত করা হয়েছে। বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়ে গুলি করে  চীনাবেলুনটি ভূপাতিত করেছে। এর কারণে শনিবার দেশেটির উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা উপকূলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন উপকূলীয় তিনটি বিমানবন্দর বন্ধ করে রাখা হয়।

ভিডিওতে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি আটলান্টিক সমুদ্রে পড়ে গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা বেলুনটি নামানোর জন্য চাপ রয়েছেন। কোনো রকম ঝুঁকি ছাড়াই বেলুনটি নামানো পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়ানোর সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

যদিও, বেলুনটি ভুল করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় গেছে বলে দাবি করেছে চীন। বেইজিং বলছে, এটি আবহাওয়া পর্যবেক্ষণের কাজে নিয়োজিত, পথ ভুলে যুক্তরাষ্ট্রে গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা এই বেলুন নিয়ে দেশ দুইটির মধ্যে সম্পর্কে আরও ফাটল ধরেছে। ইতোমধ্যে চীন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নিরাপত্তা, তাইওয়ান ও করোনা পরিস্থিতিসহ বিভ্ন্নি বিষয়ে আলোচনার জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি তার চীন সফর করার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published.

X