January 18, 2025
ক্ষমতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব: ট্রাম্প

ক্ষমতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব: ট্রাম্প

ক্ষমতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব: ট্রাম্প

ক্ষমতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছর পেরিয়ে গেছে। নানা পদ্ধতি অবলম্বন করে এবং বিভিন্ন দেশের কথা বলেও এই যুদ্ধ থামছে না। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ক্ষমতা পেলে মাত্র ২৪ ঘণ্টায় এই যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।

শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতেন তাহলে একদিনের মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে দিতেন। তিনি দাবি করেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ শুরু হতো না।

সম্প্রতি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফেসবুক এবং টুইটারে তার প্রোফাইল ফিরে পেয়েছেন। এরপর থেকে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশ কয়েকবার টুইট করেছেন।

বৃহস্পতিবার বিডেনের উদ্দেশে তিনি বলেন, আমেরিকা ইউক্রেনকে যুদ্ধের জন্য ট্যাঙ্ক দিচ্ছে, প্রয়োজনে পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করুন। এই যুদ্ধ খুব সহজেই বন্ধ করা যায়।

ট্রাম্প শুক্রবার আরেকটি পোস্ট করেছেন। সেখানে তিনি সরাসরি দাবি করেন, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম তাহলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হতো না। আমাকে রাষ্ট্রপতি পদে বসানো হলেও সময় লাগবে মাত্র ২৪ ঘণ্টা। আমি সংলাপের মাধ্যমে উভয় পক্ষের সমঝোতায় এই যুদ্ধ বন্ধ করব। সাধারণ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছে তা মেনে নেওয়া যায় না।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X