November 22, 2024
মিশিগান জুড়ে তুষারপাত

মিশিগান জুড়ে তুষারপাত

মিশিগান জুড়ে তুষারপাত

 মিশিগান জুড়ে তুষারপাত

মিশিগানে তুষারপাত বাড়ছে। স্থানীয় সময় বুধবার (২৫ জানুয়ারী) দিন এবং রাত পর্যন্ত, মিশিগান জুড়ে তুষারপাতের ভয়ানক থাবা অব্যাহত রয়েছে।

আকাশ থেকে বৃষ্টির মতো তুষারপাতের কারণে কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছিল না। অনেকেই হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছেন। সড়কপথ ছাড়াও গত দুই দিনের তুলনায় বুধবারের তুষারপাতের মধ্যে বাড়িঘর, অফিস, কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের উপরিভাগ ও আশপাশে অন্তত ৬/৭ ইঞ্চি তুষারপাত লক্ষ্য করা গেছে।

বড় বড় লরি ও প্রাইভেট কার ঘরবাড়ি ও রাস্তার সামনে কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়ে আছে। জমে থাকা বাধার কারণে অনেকেই এসব গাড়ির দরজা খুলতে পারছেন না।

এদিকে, প্রবল তুষারপাত ও কনকনে ঠাণ্ডার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মহীন প্রবাসী বাংলাদেশিরা। ঘর থেকে বের হওয়া কঠিন। রাস্তাঘাট প্রায় জনশূন্য। এভাবে তুষারপাত চলতে থাকলে এখানকার নাগরিক জীবন ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X