November 25, 2024
ক্ষতিকর বায়ু নিঃসরণ কমাতে বিল গেটসের বিনিয়োগ

ক্ষতিকর বায়ু নিঃসরণ কমাতে বিল গেটসের বিনিয়োগ

ক্ষতিকর বায়ু নিঃসরণ কমাতে বিল গেটসের বিনিয়োগ

ক্ষতিকর বায়ু নিঃসরণ কমাতে বিল গেটসের বিনিয়োগ

বিল গেটস একটি অস্ট্রেলিয়ান জলবায়ু প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছেন যা গরু, ছাগল এবং হরিণের মতো গবাদি পশু থেকে ক্ষতিকারক মিথেন গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু- পরিবর্তনরোধী খাদ্য ব্যবস্থায় কাজ করে।

গৃহপালিত পশুদের পাকস্থলী খাদ্য হজম করতে ঘাসের মতো ফাইবার ভেঙে মিথেন তৈরি করে। গাঁজন প্রক্রিয়ায় উৎপন্ন এই মিথেন গ্যাস অনেক সময় তাদের শরীর থেকে আবার বের হয়ে যায় যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।

আর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, গরুকে সামুদ্রিক শৈবাল খাওয়ালে গরুর শরীর থেকে মিথেন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমে যায়। রুমিন-৮ নামে স্টার্ট-আপ প্রতিষ্ঠান এসব প্রাণির সম্পূরক খাদ্যতালিকা নিয়ে কাজ করছে। কৃত্রিমভাবে তাদের তৈরি লাল সামুদ্রিক শৈবাল খাওয়ানোর মাধ্যমে গরুর শরীর থেকে মিথেন গ্যাস নিঃসরণের মাত্রা কমে গেছে।

এক বিবৃতিতে রুমিন-৮ ঘোষণা করে, ২০১৫ সালে বিল গেটসের প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ সংস্থার মাধ্যমে তারা ১২৭ কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করেছে। “ব্রেকথ্রু এনার্জি ভেঞ্চারস” নামের ওই বিনিয়োগ সংস্থাটিতে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ও আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাও যুক্ত রয়েছেন। এ ছাড়া মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা মাংস উৎপাদনের পরিবেশগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে আগে থেকেই সরব ভূমিকা পালন করছেন।

রুমিন-৮ এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেসিনা বলেন, মিথেন গ্যাসের নির্গমন রোধ প্রকল্পে অর্থায়ন পেয়ে আমরা খুশি। এখন সবাই আমাদের প্রযুক্তির সুবিধা দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published.

X