লস অ্যাঞ্জেলেসে বন্দুকধারীর হামলা, ১০ জন নিহত
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এক বন্দুকধারী গুলি চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। স্থানীয় সময় শনিবার মনাতেরি পার্কে চীনা চন্দ্র নববর্ষ উদযাপনের সময় এই গুলি চালানো হয়।
খবরে বলা হয়, চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দুই দিনব্যাপী উৎসব চলছিল। হাজার হাজার মানুষ উৎসবে যোগ দেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়।
সেং ওয়ান চোই নামে এক ব্যক্তি মোনাটারি পার্কের গারভে অ্যাভিনিউতে বারবিকিউর দোকান চালান। তিনি বলেন, তিনজন লোক দৌড়ে তার দোকানে ঢুকে তাকে বন্ধ করার নির্দেশ দেয়, একজন আধা-স্বয়ংক্রিয় মেশিনগান থেকে গুলি চালায়। ওই শ্যুটারের হাতে প্রচুর গুলি আছে। যখনই তার গোলাবারুদ ফুরিয়ে যেত, তখনই সে মেশিনগান পুনরায় লোড করে গুলি চালাত।
সরকারের মতে মন্টেরি পার্কের জনসংখ্যা প্রায় ৬০,০০০। এর মধ্যে ৬৫ শতাংশ এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান এবং ২৭ শতাংশ হিস্পানিক বা ল্যাটিনো। মন্টেরি পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র শহর যেখানে বেশিরভাগ এশিয়ান বংশোদ্ভূত। তারা চীন, তাইওয়ান, জাপান ও ভিয়েতনাম থেকে এসে এখানে বসতি স্থাপন করে।
অত্র এলাকায় এশীয় জনগোষ্ঠীর বিশাল জনসংখ্যা রয়েছে। তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।