November 21, 2024
দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে সিরিজ টর্নেডো, অন্তত ৯ নিহত

দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে সিরিজ টর্নেডো, অন্তত ৯ নিহত

দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে সিরিজ টর্নেডো, অন্তত ৯ নিহত

দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রে সিরিজ টর্নেডো, অন্তত ৯ নিহত

মিসিসিপি, আলাবামা ও জর্জিয়া রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তিন রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অন্তত ৫টি টর্নেডো বৃহস্পতিবার মিসিসিপি থেকে আলাবামা-জর্জিয়া অতিক্রম করেছে এবং আটলান্টিক উপকূলের দিকে যাত্রা করেছে, জাতীয় আবহাওয়া পরিষেবার সিনিয়র আবহাওয়াবিদ জেসিকা লাওস বলেছেন। এর মধ্যে একটি ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। বাকিগুলোর গতি ছিল ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিমি।

ঝড়ের তাণ্ডবে মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়ার বিভিন্ন এলাকায় মৃত্যুসহ ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি এবং তিন অঙ্গরাজ্যের কয়েক লাখ মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

জর্জিয়া সীমান্তবর্তী অ্যালাবামার সেলমা জেলার প্রশাসক বুস্টার বারবার বলেন, টর্নেডোর আঘাতে জেলার বেশ কিছু এলাকা রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সেলমার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের ভেতরে আরও কোনো মৃতদেহ আটকে আছে কিনা— নিশ্চিত হতে আমাদের উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছে,’ রয়টার্সকে বলেন তিনি।

এছাড়া জর্জিয়া অঙ্গরাজ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর ব্রায়ান কেম্প। বাকি ২ জন মারা গেছেন মিসিসিপি অঙ্গরাজ্যে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, টর্নেডোতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে অ্যালাবামা অঙ্গরাজ্যে। রাজ্যের ছয় জেলা আটাউগা, চেম্বার্স, কুসা, ডালাস, এলমোর ও তাল্লাপুসায় জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর কেই আইভি।

Leave a Reply

Your email address will not be published.

X