November 24, 2024
২০২২ সালে অভিবাসনে নতুন রেকর্ড কানাডার

২০২২ সালে অভিবাসনে নতুন রেকর্ড কানাডার

২০২২ সালে অভিবাসনে নতুন রেকর্ড কানাডার

২০২২ সালে অভিবাসনে নতুন রেকর্ড কানাডার

২০২২ সালে মোট ৪ লাখ ৩৭ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে নিজ দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে অভিবাসনে নতুন রেকর্ড গড়েছে কানাডা।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সরকার জানিয়েছে এ তথ্য। দেশের জনশক্তি বাজারকে বড় করতে নানাবিধ চেষ্টা চালিয়ে যাচ্ছে কানাডা সরকার। এটি সেটিরই অংশ।

দেশটির কর্তৃপক্ষ জানায়, গত বছর ৪ লাখ ৩১ হাজার ৬৪৫ জনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল। পরে এক বছরে সর্বোচ্চসংখ্যক মানুষকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে রেকর্ড গড়ে দেশটির অভিবাসন মন্ত্রণালয়। ভেঙে দেয় এ সম্পর্কিত ১৯১৩ সালের রেকর্ডটি।

২০২১ সালের তুলনায় গত বছর প্রায় ৯ শতাংশ বেশি স্থায়ীভাবে বসবাসের অনুমোদন দেয়া হয়েছে। আগামীতেও এধারা বজায় রাখার লক্ষ্য রয়েছে দেশটির। ২০২৫ সালের শেষ নাগাদ ১৪ লাখ ৫০ হাজার মানুষকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে চাইছে দেশটি।

দেশটির মোট জনশক্তির প্রায় শতভাগজুড়েই রয়েছে অভিবাসন। ২০৩৬ নাগাদ কানাডার মোট জনসংখ্যার ৩০ শতাংশ জুড়ে থাকবেন অভিবাসী। দেশটির ক্ষমতাসীন জাস্টিন ট্রুডো সরকার অর্থনীতি প্রশ্নে ২০১৫ সাল থেকেই অভিবাসনের ওপর নির্ভর করে আসছেন।

দেশটিতে স্বাস্থ্যসেবার মতো খাতগুলোতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। গত বছরের অক্টোবরের হিসাব বলছে, দেশটিতে ৮ লাখ ৭১ হাজার ৩০০ পদ ফাঁকা রয়েছে।

কানাডার নিয়মানুসারে, স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্তরা পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published.

X