November 25, 2024
ক্ষুব্ধ বিডেন, সৌদিকে ‘পরিণাম’ ভোগ করতে সতর্ক করেছেন

ক্ষুব্ধ বিডেন, সৌদিকে ‘পরিণাম’ ভোগ করতে সতর্ক করেছেন

ক্ষুব্ধ বিডেন, সৌদিকে 'পরিণাম' ভোগ করতে সতর্ক করেছেন

 

ক্ষুব্ধ বিডেন, সৌদিকে ‘পরিণাম’ ভোগ করতে সতর্ক করেছেন

 

৫ অক্টোবর’২২, সৌদি আরবের নেতৃত্বে ওপেক প্লাস প্রতিদিন দুই লক্ষ  ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। এতে পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমেরিকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ আবারো তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সৌদি আরবকে এর ফল ভোগ করতে হবে।

মঙ্গলবার সিএনএন-কে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে জো বিডেন বলেছেন, ‘আমি কী বিবেচনা করতে পারি এবং কী ভাবছি তা আমি বলব না। কিন্তু এক্ষেত্রে (তেলের উৎপাদন কমানো) অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।’তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিডেন কিছু বলেননি।

অন্যদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রেসিডেন্ট দুই দেশের সম্পর্ক বিবেচনা করতে পারেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক সফরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা না মেনে সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তে রাশিয়া সন্তোষ প্রকাশ করেছে।

১৩টি ওপেক দেশ এবং তাদের মিত্রদের ১০টি নভেম্বর থেকে দৈনিক দুই মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমা দেশগুলো গত কয়েক মাস ধরে এই পরিস্থিতি ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

X