প্রতিযোগিতায় এসেছে বিশাল মিষ্টি কুমড়া! দুজনে মিষ্টি কুমড়ার সামনে বসে হাসছে। প্রতিযোগিতায় আসা মিষ্টি কুমড়া কিন্তু যেমন তেমন নয়। তার ২৫৫৪ পাউন্ড (1,158 কেজি) ১ হাজার ১৫৮ কেজি! তা দেখে চোখ কপালে উঠারই কথা ?
একটি কুমড়ার ওজন ১ হাজার ১৫৮ কেজি। আশ্চর্যজনক হলেও সত্য। মার্কিন যুক্তরাষ্ট্রের এক কৃষক এই দৈত্যাকার কুমড়াটি তাকগুলিতে রেখেছিলেন। রেকর্ডও গড়েছেন তিনি।
নিউইয়র্কের কৃষক স্কট আন্দ্রেস। তার ক্ষেতে এই বিশাল কুমড়া জন্মেছে। যা দিয়ে তিনি ‘দ্য গ্রেট পাম্পকিন ফার্ম’ নামের প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতে নেন। প্রতিযোগিতায় ৫৫০০ মার্কিন ডলার পুরস্কার জিতেছিলেন।
অল্পের জন্য বিশ্ব রেকর্ডের গড়তে পারেননি স্কট অ্যান্ড্রেস। তার এই কুমড়ার ওজন ১ হাজার ১৫৮ কেজি। সেখানে ইটালির এক কৃষক ১ হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।
স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের। যার কারণে তিনি দিন-রাত এক করে কুমড়ার দেখাশোনা করে গেছেন।