ট্রেজারি ডিপার্টমেন্ট এমন এক সময়ে বলেছে যখন মুদ্রাস্ফীতি রেকর্ড ভাঙছে, সুদের হার বাড়ানো হচ্ছে এবং অর্থনীতি অনিশ্চিত।
মঙ্গলবার (৪ অক্টোবর’২২) এক বিবৃতিতে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন জাতীয় ঋণ ৩১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তখন এই ঋণ ছিল ২৭.৭৫ ট্রিলিয়ন ডলার।
এক টুইটে টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রায় বলেন, মাত্র পাঁচ বছর আগে এই ঋণ ছিল ২১ ট্রিলিয়ন ডলার। ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৭ সালে ক্ষমতা গ্রহণ করেন, তখন ঋণ ছিল 19.94 ট্রিলিয়ন ডলার। এটি বিশ্বাস করা হয় যে কোভিড ১৯ মহামারী মোকাবেলায় বিডেনকে অতিরিক্ত ঋণ নিতে হয়েছিল।
জানা গেছে, দেশের মোট ঋণের বেশির ভাগই নেওয়া হয় বেসরকারি খাত থেকে। ৩১ ট্রিলিয়নের মধ্যে ২৪ ট্রিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছে বেসরকারি খাত থেকে। এ ছাড়া বিদেশি সরকারের কাছ থেকে সাত ট্রিলিয়ন ডলার নেওয়া হয়েছে।