December 17, 2024
সিরিয়ায় আসাদের এক গণকবরেই ১ লাখ লাশ

সিরিয়ায় আসাদের এক গণকবরেই ১ লাখ লাশ

সিরিয়ায় আসাদের এক গণকবরেই ১ লাখ লাশ

সিরিয়ায় আসাদের এক গণকবরেই ১ লাখ লাশ

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের শাসনামলে নিহত অন্তত ১০০,০০০ মানুষের লাশ রয়েছে।দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে এসব মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ। যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত ১ লক্ষ  লাশ পাওয়া গেছে।

সোমবার দামেস্ক থেকে রয়টার্সের সাথে একটি টেলিফোন সাক্ষাত্কারে সংস্থার প্রধান মোয়াজ মুস্তাফা বলেছেন, দামেস্কের বাইরের গণকবরটিতে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সাবেক সরকার কর্তৃক নিহত কমপক্ষে ১০০,০০০ মানুষের মৃতদেহ রয়েছে।

তিনি বলেন, গণকবরটি রাজধানীর ৪০ কিলোমিটার উত্তরে আল কুতায়ফাহ এলাকায় অবস্থিত। তিনি বলেন, গত কয়েক বছরে তিনি ওই এলাকায় আরও অন্তত পাঁচটি অনুরূপ গণকবর শনাক্ত করেছেন।

বাশার আল-আসাদ তার পিতা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় আসেন। প্রায় তিন দশক ধরে তিনি কঠোর হাতে সিরিয়া শাসন করেছেন। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সরকার বিরোধী বিক্ষোভ দুই সপ্তাহেরও কম সময় স্থায়ী হয়েছিল, ৮ ডিসেম্বর বাশারের স্বৈরশাসনের অবসান ঘটে।

এরপর সিরিয়ার ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মোয়াজ মুস্তফা সিরিয়ায় গিয়ে সাংবাদিকদের গণকবর দেখান। তিনি বলেন, আল কুতায়ফাহ এলাকার গণকবরে অন্তত এক লাখ মানুষকে দাফন করা হয়েছে।

মোস্তফা বলেন, তিনি নিশ্চিত যে এই পাঁচটি ছাড়াও সিরিয়ার অন্যান্য এলাকায় আরও অনেক গণকবর রয়েছে। আসাদের বাহিনীর হাতে নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছে।

তবে রয়টার্স জানিয়েছে, যদিও এখনো  মোস্তফার অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি। ২০১১ সাল থেকে সিরিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। সে সময় আসাদ দেশটিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমন করেন। পরবর্তীতে এসব বিক্ষোভ দেশটিতে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে পরিণত হয়।

সিরিয়ার মানবাধিকার গোষ্ঠী এবং অন্যান্য দলগুলি আসাদ সরকারের বিরুদ্ধে দেশটির কুখ্যাত কারাগারে বন্দিদের গণহত্যাসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করেছে।

যদিও বাশার আল-আসাদ বারবার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন, জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত, কাসেম আল-দাহহাক, গণকবর আবিষ্কারের বিষয়ে মন্তব্য করার জন্য রয়টার্সের অনুরোধের সাথে সাথে সাড়া দেননি। আসাদ ক্ষমতায় থাকাকালে তিনি জানুয়ারিতে জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত নিযুক্ত হন।

যাইহোক, গত সপ্তাহে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাষ্ট্রদূত কাসেম আল-দাহহাক বলেছিলেন যে, তিনি সিরিয়ার নতুন কর্তৃপক্ষের নির্দেশের জন্য অপেক্ষা করছেন। তিনি আরো বলেন, তিনি সিরিয়ার জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবেন।

সিরিয়ার ইমার্জেন্সি টাস্ক ফোর্সের প্রধান মোস্তফা, বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়ায় রয়েছেন। তিনি বলেন, সিরিয়ার বিমান বাহিনীর গোয়েন্দা শাখার দায়িত্ব ছিল সামরিক হাসপাতাল থেকে আল-কুতাইফাহের গণকবরে লাশগুলো নিয়ে যাওয়ার। গোয়েন্দা সংস্থার বিভিন্ন শাখায় যারা নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তাদের লাশ সংগ্রহ করে গণকবরে পাঠানো হয়েছে।

মোস্তফা বলেন, “যারা এসব গণকবরে কাজ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এই লোকেরা সিরিয়া থেকে পালিয়েছে বা আমরা তাদের পালাতে সাহায্য করেছি।”

তিনি বলেন, তার সংস্থার সদস্যরা বুলডোজার চালকদের সঙ্গে কথা বলেছেন। এই বুলডোজার চালকদের কবর খনন করতে বাধ্য করা হয়েছিল। তাদেরকে গণকবরে লাশ দাফনের নির্দেশ দেয়া হয়। এই কবরগুলো তখন ময়লা দিয়ে ঢাকা ছিল।

মোস্তফা উদ্বেগ প্রকাশ করেছেন যে, কবরগুলি, যা বাশার আল-আসাদের মানবাধিকার লঙ্ঘনের গুরুত্বপূর্ণ প্রমাণ, অরক্ষিত। তিনি বলেন, তদন্তের স্বার্থে প্রমাণ সংরক্ষণের জন্য তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Read More

Leave a Reply

Your email address will not be published.

X