January 18, 2025
গাজার মতো ধ্বংসযজ্ঞের মুখে পড়তে পারে লেবানন: নেতানিয়াহু

গাজার মতো ধ্বংসযজ্ঞের মুখে পড়তে পারে লেবানন: নেতানিয়াহু

গাজার মতো ধ্বংসযজ্ঞের মুখে পড়তে পারে লেবানন

গাজার মতো ধ্বংসযজ্ঞের মুখে পড়তে পারে লেবানন: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে লেবাননও ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসের মুখে পড়তে পারে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সম্প্রতি নিহত নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে ইসরায়েল হত্যা করেছে বলেও তিনি দাবি করেন।
মঙ্গলবার লেবাননের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু এ হুঁশিয়ারি দেন। এতে তিনি দাবি করেন, হিজবুল্লাহ অনেক বছর ধরে দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল।

গাজার কথা উল্লেখ করে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন দীর্ঘস্থায়ী যুদ্ধের অতল গহ্বরে নেমে যাওয়ার আগে এবং গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের মুখোমুখি হওয়ার আগে আপনার কাছে একটি সুযোগ রয়েছে। আমি লেবাননের জনগণকে বলছি, আপনার দেশকে হিজবুল্লাহ থেকে মুক্ত করুন যাতে এই যুদ্ধ শেষ হয়। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো নেতানিয়াহুর মন্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে, ইসরায়েলি বাহিনী দাবি করেছিল যে তারা গত সপ্তাহে বৈরুতে একটি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাশেম সাফিউদ্দিনকে হত্যা করেছে। নাসারুল্লাহর পর হাসেম সাফিউদ্দিন হিজবুল্লাহর প্রধান হতে পারেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তার ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।
এদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা টানা তিন দিন ধরে ইসরায়েলের বন্দর শহর হাইফায় রকেট নিক্ষেপ করছে। আহত হয়েছেন ১২ জন। লেবাননের কর্মকর্তারা বলছেন, তিন সপ্তাহের তীব্র হামলার পরও হিজবুল্লাহ দমন করা যায়নি। এই কয়েক দিনে লেবাননে ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ১২ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এর আগে মঙ্গলবার, হাসান নাসরাল্লাহর সাবেক ডেপুটি নাইম কাসেম জোর দিয়েছিলেন যে, হিজবুল্লাহ ইসরায়েলের সাম্প্রতিক আঘাত কাটিয়ে উঠেছে। গাজা যুদ্ধের কারণে প্রায় এক বছর ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আন্তঃসীমান্ত লড়াইয়ের পর ইসরাইল লেবাননে হামলা চালায়।

ইসরায়েলের মতে, হিজবুল্লাহর রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে ঘরবাড়ি হারিয়ে দেশটির সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায় ইসরাইল।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনিদের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট নিক্ষেপ শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। হিজবুল্লাহ তার মিত্র সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ লেবাননে মারাত্মক হামলা চালানোর পর এই হামলা চালায়।
মঙ্গলবার সকালে আইডিএফ ঘোষণা করেছে, এর ১৪৬ তম ডিভিশনের রিজার্ভ সৈন্যরা দক্ষিণ-পশ্চিম লেবাননে সীমিত এবং লক্ষ্যবস্তু অভিযান পরিচালনা শুরু করেছে। আইডিএফ বলছে, তাদের সেনারা সীমান্ত গ্রাম মারুন আল-রাস নিয়ন্ত্রণে নিয়েছে। এই গ্রামের নাম দেওয়া হয়েছে হিজবুল্লাহ কমব্যাট কম্পাউন্ড।
প্রসঙ্গত, সম্প্রতি লেবাননের বৈরুতে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল। বিমান হামলার পাশাপাশি নেতানিয়াহুর বাহিনীও চলতি মাসের প্রথম দিন থেকে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

আরো জানতে

 

 

Leave a Reply

Your email address will not be published.

X