November 21, 2024
আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দায় ওআইসি

আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দায় ওআইসি

আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দায় ওআইসি

আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দায় ওআইসি

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। এই মসজিদটি মুসলিমদের  একটি বিশেষ স্থান। সংগঠনটি এখানে হামলাকে নিন্দনীয় ঘটনা বলে মন্তব্য করেছে।

শনিবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বহা এ মন্তব্য করেন।

আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বর্বরোচিত হামলার বিষয়ে কী করণীয় তা নির্ধারণ করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওআইসি মহাসচিব বলেন, জেরুজালেম আল-কুদস অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী। এই শহরে অবস্থিত আল আকসা মসজিদও ফিলিস্তিনের অংশ এবং মুসলমানদের জন্য একটি বিশেষ ইবাদতের স্থান।

তিনি ওই মসজিদে রমজান মাসে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা ধর্মীয় স্থানের পবিত্রতা ও উপাসনার স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাসে ইহুদিবাদী বাহিনী গত বুধবার টানা দ্বিতীয় রাতে আল-আকসা মসজিদে মুসলমানদের ওপর হামলা চালায়। নামাজিদের উপর হামলা ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতার জন্ম দিতে পারে ।

Leave a Reply

Your email address will not be published.

X