November 21, 2024
মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান

মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান

মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান

মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময়  তিনি মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।।

খবরে বলা হয়েছে, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট আল-আকসা মসজিদ এবং ইরান-তুরস্ক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। প্রেসিডেন্ট এরদোয়ান পবিত্র আল-আকসা মসজিদ এলাকার মর্যাদা রক্ষা এবং সহিংসতা রোধ করার যুক্তি তুলে ধরেছেন ।

আল আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার নিন্দা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরও উল্লেখ করেছেন যে এটি তুরস্কের জন্য একটি ‘রেড লাইন’।

অন্যদিকে এরদোগান এক বিবৃতিতে বলেছেন, “আমি মুসলমানদের প্রথম কেবলার বিরুদ্ধে এমন জঘন্য কাজের নিন্দা জানাই।” যত দ্রুত সম্ভব হামলা বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে বুধবার দুবার মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি উপাসকদের সংঘর্ষ হয়। এরপর ইসরায়েলে রকেট হামলার ঘটনা ঘটে। জবাবে ইসরাইল লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায়।

তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হামলায় আমি ব্যথিত ও ক্ষুব্ধ।

ফিলিস্তিনি শহরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জেরুজালেমের পাশে দাঁড়ানো এবং মানবতার মর্যাদা রক্ষা করা কর্তব্য।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা নীরবে বা প্রকাশ্যে ইসরায়েলের রক্তপাতকে সমর্থন করে তাদের জেনে রাখা উচিত একদিন তাদের ফিরে যেতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দায়িত্ব হলো জেরুজালেমে শান্তি ফিরিয়ে আনা।

Leave a Reply

Your email address will not be published.

X