November 24, 2024
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন করলো ইরান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন করলো ইরান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন করলো ইরান

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন করলো ইরান

স্বাস্থ্য-সেবা ও সামরিক খাতে উন্নয়নের জন্য মুসলিম বিশ্ব তথা সমগ্র দুনিয়ায়  যাদের  সুনাম সারা দেশব্যাপী বিস্তৃত। সে দেশটি হল ইরান।

ইরানের রাজধানী তেহরানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরানের উপকণ্ঠে অবস্থিত মাহদি ক্লিনিক হসপিটাল নামে এক হাজার শয্যার ১৮ তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এটিই হচ্ছে ইরানে নির্মিত সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে সংকটে পড়ার পরও অসম্পন্ন প্রকল্পগুলো সফলতার সঙ্গেই শেষ করা হবে।

তিনি আরো বলেন, অতীতের চেয়ে ইরানে এখন অনেক বেশি উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ প্রাদেশিক রাজধানী মধ্যপ্রাচ্য অঞ্চলে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

৩৮০ জন ডাক্তার ও মেডিকেল প্রফেসর স্থায়ীভাবে কাজ করবেন যা থেকে দেশের বিরাট সংখ্যক মানুষ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পাবে।

 

Leave a Reply

Your email address will not be published.

X