October 18, 2024
জানুয়ারিতেই ৩৫ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইল

জানুয়ারিতেই ৩৫ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইল

জানুয়ারিতেই ৩৫ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইল

জানুয়ারিতেই ৩৫ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইল

জানুয়ারি-২০২৩, এক মাসেই ৩৫ নিরীহ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী যেখানে ৮ জন শিশুও রয়েছে। এর মধ্যে গত শুক্রবারই পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে সাতজনকে হত্যা করা হয়েছে।

অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বৃদ্ধা নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হন।

তৃতীয়বারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরই থেকেই আরও  বেড়েছে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা।

আবার ইসরাইলের বেসামরিক নাগরিকদের কাছেও অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেশটির মন্ত্রপরিষদের সঙ্গে এক বৈঠকের পর এমন পরিকল্পনার ঘোষণাও দিয়েছে সে।

শনিবার নেতানিয়াহু ঘোষণা করে, ইসরাইলে নতুন বসতি স্থাপনেও কাজ করবে তার সরকার। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনিদের দমাতে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথাও জানায়  সে ।

প্রসঙ্গত, জেনিনে দীর্ঘদিন ধরে কোনো অভিযান চালায়নি ইসরাইল। এবার সেখানেও অভিযান শুরু করেছে দেশটি।

 

Leave a Reply

Your email address will not be published.

X