January 19, 2025
টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগঃ সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড

টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগঃ সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড

টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগঃ সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড

টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগঃ সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড

সোশ্যালমিডিয়া প্ল্যাটফর্ম টুইটার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ‘রাষ্ট্রবিরোধী’ খবর ছড়ানোর অভিযোগে আওয়াদ আল-কুরনি নামে এক সংস্কারবাদী অধ্যাপকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে সৌদি আরব।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬৫ বছর বয়সি আইনের অধ্যাপক আওয়াদ আল-কুরনিকে ২০১৭ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়। ওই বছর সংস্কারবাদীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আল-কুরনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বিস্তারিত জানিয়েছেন তার ছেলে কুরনি-নাসের। গত বছর সৌদি আরব ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি। নাসের এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রত্যাশায় আছেন।

সৌদি মিডিয়া আল-কুরনিকে ‘বিপজ্জনক’ ধর্মীয় শিক্ষক হিসেবে চিত্রিত করেছে। কিন্তু সংস্কারবাদীরা দাবি করেন আল-কুরনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, টুইটারে দুই মিলিয়ন ফলোয়ার রয়েছে।

এর আগে, সালমা আল-শিহাব নামে একজন মহিলাকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং নোরা আল-কাহতানিকে টুইটার ব্যবহারের জন্য ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আল-কুরনির মামলার পর্যালোচনা থেকে জানা যায় যে মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে দেশের ক্রাউন প্রিন্স হয়েছিলেন। এর পরে, তিনি দেশে ফেসবুক-টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করাকে আইনত শাস্তিযোগ্য করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published.

X