April 1, 2025
ঈদ উদযাপনে নবীজির (সা.) সুন্নাত সমূহ

ঈদ উদযাপনে নবীজির (সা.) সুন্নাত সমূহ

ঈদ উদযাপনে নবীজির (সা.) সুন্নাত সমূহ

ঈদ উদযাপনে নবীজির (সা.) সুন্নাত সমূহ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, হিজরি বা আরবি পঞ্জিকার দশম মাস শাওয়ালের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ শব্দটি আরবি, যার অর্থ আনন্দ। ফিতর শব্দটিও আরবি, যার অর্থ রোজা ভাঙা। ঈদুল ফিতরের অর্থ রোজা শেষ করার আনন্দ, আল্লাহর আশীর্বাদ প্রাপ্তির আনন্দ এবং রোজা ভাঙার আনন্দ। ঈদুল ফিতর মুসলিম জাতির সবচেয়ে আনন্দের দিন। এই দিনে একে অপরের পার্থক্য ভুলে গিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করা হয়। হিংসা, ঘৃণা, অহংকার, আত্ম-প্রশংসা, রাগ এবং ক্রোধ সহ সকল মন্দ কামনা বাসনা থেকে নিজেকে পবিত্র ঘোষণা করার একটি  বড় মাপের উপলক্ষ ঈদুল ফিতর। আর মুসলিমদের সকল আনন্দই হবে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ অনুসারে।  আর সেটাই হলো সুন্নত।  আর এটাতেই রয়েছে সব রকমের কল্যাণ।

এই মহিমান্বিত দিনে রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নতগুলি কী ছিল তা আমরা জানার চেষ্টা করব:

১. খুব ভোরে ঘুম থেকে ওঠা।

২. মিসওয়াক করা / দাঁত ব্রাশ করা।

৩. ভালোভাবে গোসল করা।

৪. যথাসম্ভব উন্নত / নতুন পোশাক পরা।

৫. শরিয়া অনুযায়ী পোশাক পরা।

৬. সুগন্ধি লাগানো।

৭. ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি খাওয়া।

৮. তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া।

৯.  ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর দেওয়া।

১০. ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজ পড়া। বিনা কারণে মসজিদে ঈদের নামাজ না পড়া।

১১. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

১২. শুভেচ্ছা বিনিময়

১৩. ঈদের খুতবা শোনা

১৪. যাওয়ার সময় ধীরে ধীরে তাকবীর পাঠ করা 

“আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া’আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।”

১৫. এক পথে যাওয়া, অন্য পথে ফিরে আসা।

একমাস সিয়াম সাধনার পরে মুসলিম উম্মার প্রাপ্তির দিন হল ঈদুল ফিতর।  এই দিনে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজের আয়ত্তে থাকা আত্মীয়-স্বজনসহ সকল শ্রেণীর মানুষের খোঁজ খবর নেই।  ঈদকে ভাগাভাগি করে নেই, আনন্দকে সবার মাঝে বিলিয়ে দিই। গরীব দুঃখী কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখি।   আল্লাহ আমাদেরকে আনন্দের মাঝেও নবীজির সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক।  আমিন।

আরো পড়তে

Leave a Reply

Your email address will not be published.

X