September 19, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ডালাসের সাংস্কৃতিক কর্মীরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ডালাসের সাংস্কৃতিক কর্মীরা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের ব্রেকরিজ পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শীর্ষক কালচারাল ইভেন্ট। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে গত ৩১ অগাস্ট শনিবার অনুষ্ঠিত এই ইভেন্টে ডালাসে বসবাসতর শিল্প সাহিত্য কর্মী ও অনুরাগীরা ছাড়াও অংশগ্রহণ করেন নিউ জার্সি ও নিউ ইর্য়ক থেকে আগত সাংস্কৃতিক কর্মীরা।

‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ এই আয়োজনে সকল বাংলাদেশীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত শিল্পী-কুশলী ছাড়াও আগত অতিথিরাও অংশগ্রহন করেন উন্মুক্ত মঞ্চে। একে একে পরিবেশিত হয় দেশাত্ববোধক গান, কবিতা এবং উদ্দীপক কথামালা, এতে করে পুরো আয়োজনটি হয়ে ওঠে সবার নিজের অনুষ্ঠান। আয়োজনে আরও ছিলো দেশীয় খাবারের বিপুল সমাহার এবং প্ল্যাকার্ড প্রদর্শন।

অনুষ্ঠানে আগত শুভান্যুধায়ীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ও বিক্রীত খাবারের মূল্য বাবদ সর্বমোট তিন লাখ ষোলো হাজার টাকা বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন, সুন্দর, সাম্য এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

X