October 18, 2024
৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে এক সংস্থা: বোনাস অগ্রাহ্যকারী মালিকদের জন্য সীমাহিন লজ্জার বিষয়

৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে এক সংস্থা: বোনাস অগ্রাহ্যকারী মালিকদের জন্য সীমাহিন লজ্জার বিষয়

৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে এক সংস্থা: বোনাস অগ্রাহ্যকারী মালিকদের জন্য সীমাহিন লজ্জার বিষয়

৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে এক সংস্থা: বোনাস অগ্রাহ্যকারী মালিকদের জন্য সীমাহিন লজ্জার বিষয়

বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে অথবা অনর্থক যারা কর্মচারী কর্মকর্তাদের বোনাসকে অস্বীকার করে, বোনাস প্রদান করেনা, বোনাস দিতে অনাগ্রহী, তাদের চোখে আঙ্গুল দিয়ে এই এয়ারলাইন্স দেখিয়ে দিয়েছে বোনাস এক মাসের বেতনের সমান নয, আট মাসের বেতনের সমান দেওয়াও সম্ভব। বোনাসতো  তারাই প্রদান করবে যারা মালিক।  কোন কর্মচারীতো আরেক কর্মচারীকে, কোন কর্মকর্তা আরেক কর্মকর্তাকে বোনাস প্রদান করেন না।   সুতরাং আল্লাহর দেওয়া মালিক নামক শব্দটির সম্মান প্রদর্শনের  রক্ষার্থে হলেও কোন অজুহাত না দেখিয়ে বোনাস প্রদান করা,  দুঃখে কিংবা সুখে থাকা সকল মালিকের  জন্যই একান্ত ভাবে প্রয়োজন।

কর্মজীবনে একজন কর্মচারী বেতন নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। তাই কর্মক্ষেত্র নির্বাচন নিয়ে দ্বিধায় রয়েছেন অনেকেই। অনেক সংস্থা তাদের কর্মীদের ভাল পুরস্কৃত করার চেষ্টা করে। তবে আট মাসের বেতনের সমপরিমাণ বোনাস দেওয়া বিরল বলে জানা গেছে। সম্প্রতি এমন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

একটি বিশস্ত সূত্রের বরাত দিয়ে, সিএনএন শুক্রবার জানিয়েছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্মীদের প্রায় আট মাসের বেতনের সমান বোনাস দেওয়ার পরিকল্পনা করছে।

তবে সিঙ্গাপুর এয়ারলাইন্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত বুধবার কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরের মুনাফার প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরে কোম্পানিটির মুনাফা প্রায় ২০০ কোটি ডলার।

কোভিড মহামারীর পরে চীন, হংকং, জাপান এবং তাইওয়ান তাদের সীমানা পুনরায় চালু করার পরে এয়ারলাইনের চাহিদা বেড়েছে। এতে কোম্পানির মুনাফাও বেড়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

একটি বোনাস; একটি পরিবারের সকল সদস্যদের আনন্দকে হাজার গুনে বাড়িয়ে দিতে পারে।  এবং এ কথাও চিরসত্য যারা এই পৃথিবীতে বোনাস প্রদান করেছেন, তাদের আয়-উন্নতি অপ্রত্যাশিতভাবে বহুগুণ বেড়ে গিয়েছে। যেটার সাক্ষী যেটার প্রমাণ হয়তোবা ওইসব মালিক জেনেও না জানার ভান করে থাকেন অথবা জানার চেষ্টাও করেন না । কিন্তু হাজারো প্রমাণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত রয়েছে। যারাই কর্মকর্তা কর্মচারীদের বোনাস প্রদান করেছেন সেই সকল মালিকদের লেগে থাকা দুঃখ কষ্ট অযথা অজুহাত সবই সৃষ্টিকর্তা কাটিয়ে দিয়েছেন।  তাই বোনাস প্রদান করুন,  শিখুন এসকল  কোম্পানি থেকে।

অন্যথায় সময়ের ব্যবধানে অজান্তেই আপনি শেষ হয়ে যাবেন, আপনার কোম্পানিও শেষ হয়ে যাবে। বুঝতেও পারবেন না। কারণ আপনি যদি বোনাস প্রদান না করে থাকেন তাহলে অনেকদিন যাবত অনেকগুলা মানুষকে আনন্দ থেকে বঞ্চিত রেখেছেন। আর মানুষগুলো নীরবে সহ্য করেছে। তাই কোন তর্কে বিতর্কে, ক্ষোভে রগে অজুহাতে না গিয়ে বোনাস প্রদান করতে শিখুন। আজ থেকেই শুরু করে দিন এই কাজ. দেখবেন উন্নতি আর উন্নতি।

আরও পড়তে

যে কোম্পানির কর্মচারীগণ ৪ বছরের বেতনের সমান বোনাস পাচ্ছেন

Leave a Reply

Your email address will not be published.

X