রাশিয়ায় বিদ্রোহের বিষয়ে আমেরিকানদের সতর্ক করেছেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহের বিষয়ে মুখ খুললেন। ওয়াগনারের প্রধান প্রিগোগিন ঘোষণার প্রথম দিনেই বিদ্রোহের অবসান ঘটান। যদিও এখন পর্যন্ত, পশ্চিমা বিশ্বে আশা ছিল যে অভ্যুত্থান রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের ২৩ বছরের শাসনের অবসান ঘটাতে পারে। তবে রাশিয়ায় অস্থিরতা নিয়ে আমেরিকানদের এত উৎসাহী হয়ে ওঠার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যাল নামে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ায় বড় ধরনের গন্ডগোল চলছে। কিন্তু সতর্ক থাকুন আপনি কি আশা করেন। কারণ এর পরিণতি এখনকার চেয়ে অনেক খারাপ হবে।
প্রিগোজিন তার সশস্ত্র বিদ্রোহের সমাপ্তি ঘোষণা করার কিছুক্ষণ আগে ট্রাম্প এই পোস্টটি করেছিলেন। ক্রেমলিনের সাথে একটি চুক্তি অনুসারে, প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশে নির্বাসনে যাবেন। রক্তপাত না ঘটাতে মস্কো তাকে বা তার বাহিনীর কোনো সদস্যকে শাস্তি দেবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াগনারের বিদ্রোহের পর উল্লাস করেছেন। তবে পশ্চিমা নেতারা কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিত্র ও অংশীদারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।