November 9, 2024
‘পুতিন কখনোই বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না’

‘পুতিন কখনোই বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না’

'পুতিন কখনোই বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না'

‘পুতিন কখনোই বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর মস্কো ব্যুরোর সাবেক প্রধান জিল ডগার্টি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না। ডগার্টি শনিবার (২৪ জুন) সিএনএন-এর অ্যান্ডারসন কুপারকে রাশিয়ান ভাড়াটে সরবরাহকারী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিনের দলত্যাগ সম্পর্কে একথা বলেন।

প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করেন এবং তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে অগ্রসর হন। পরে বেলারুশের মধ্যস্থতায় তিনি এই যাত্রা বন্ধ করেন। মস্কোর মতে, ওয়াগনার প্রধান প্রিগোশিন এখন বেলারুশে যাবেন।বিদ্রোহের কারণে তার বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, তা প্রত্যাহার করা হবে।

ক্রেমলিনের মতে, প্রিগোশিনকে পুতিন বেলারুশে যেতে বলেছিলেন, সিএনএন-এর প্রাক্তন মস্কো ব্যুরো প্রধান বলেছেন। তবে ওয়াগনারপ্রধান বিশ্বাসঘাতকই রয়ে গেছেন। জিল ডগার্টি বলেন, “আমি মনে করি না পুতিন কখনো এটাকে (বিশ্বাসঘাতকতা) ক্ষমা করবেন। প্রিগোশিন পুতিনের জন্য হুমকি, তিনি যেখানেই থাকুন না কেন।”

প্রিগোশিনের বিদ্রোহের প্রতিক্রিয়ায় পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি তার বক্তব্যে বলেন, যা হচ্ছে তা বিশ্বাসঘাতকতা। এটা রাশিয়ান জনগণের পিঠে ছুরিকাঘাত করার সমান। তিনি সশস্ত্র বিদ্রোহের নেপথ্য ব্যক্তিদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published.

X