October 31, 2024
হজে জমজমের পানি অপচয় না করার অনুরোধ সৌদি আরবের

হজে জমজমের পানি অপচয় না করার অনুরোধ সৌদি আরবের

হজে জমজমের পানি অপচয় না করার অনুরোধ সৌদি আরবের

হজে জমজমের পানি অপচয় না করার অনুরোধ সৌদি আরবের

সৌদি আরবে হজকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সৌদি কর্তৃপক্ষ দেশটিতে আগত হজযাত্রীদের জমজমের পানি অপচয় না করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

সরকারী তথ্য অনুসারে, হজ পালনের জন্য ইতিমধ্যে অধিকাংশ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ উপলক্ষে, ইসলামের দুটি পবিত্র স্থান মক্কার কাবা ঘর  এবং মদিনার নবীর মসজিদে ধর্মপ্রাণ হজযাত্রীদের জন্য জমজমের পানি সরবরাহ করা হয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজযাত্রীরা যেন জমজমের পানি মাটিতে না ফেলে  এবং হজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। হজযাত্রীদের ব্যবহৃত পানির গ্লাস নির্দিষ্ট এলাকায় ফেলে দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। এছাড়া জমজমের পানি দিয়ে ওযু না করার কথাও বলা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ ইতিমধ্যেই আগত হজযাত্রীদের জন্য জমজমের পানির প্রাপ্যতা নিশ্চিত করছে। সৌদি আল জমজম কোম্পানি গত মাসে বলেছিল যে মক্কার মুসলিম ক্যাম্পের কাছে জমজমের পানি সরবরাহের জন্য মোট ৯৫০ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে।

এই বিশাল আমলের ডেপুটি সুপারভাইজার রায়ান জমজামি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে ১৩৭টি ট্রাকের বহরের মাধ্যমে জমজমে পানি সরবরাহ করা হবে।

এ উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মও চালু করা হয়েছে, যাতে হজে আগত হজযাত্রীদের বাসস্থানে  জমজমের পানি প্যাকেট আকারে পৌঁছে দেওয়া যায়।

সৌদি আরবের বাইরের হাজীদের কাছে জমজমের পানি খুবই জনপ্রিয়। হজের পর তারা নিজ দেশে ফিরে এই পবিত্র পানি তাদের আত্মীয়-স্বজন বা বন্ধুদের দিয়ে থাকেন।

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

X