January 17, 2025
মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইমাম আবু হানিফা গ্র্যান্ড মসজিদ খোলা হয়েছে। ৮ জুন মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান। কাতারি সরকারের অর্থায়নে মসজিদটি তৈরি করতে প্রায় ১৪ বছর সময় লেগেছে। এর দাম প্রায় একশ মিলিয়ন মার্কিন ডলার।

মসজিদের চারপাশে চারটি মিনার রয়েছে। এর মধ্যে দুটি ৭৪ মিটার উঁচু এবং অন্য দুটি ২১ মিটার উঁচু। এছাড়া এখানে রয়েছে ৪৩ মিটার উচ্চতার সুন্দর গম্বুজ এবং ৩৫ মিটার উচ্চতার ১৭টি গম্বুজ। মসজিদের মূল কাঠামোর আয়তন ৬২ হাজার বর্গমিটারেরও বেশি।

এখানে এক লাখ ৩৩ হাজার মুসল্লি একসঙ্গে প্রার্থনা করতে পারেন। এর মধ্যে মসজিদের ভেতরে ৬২ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে।

তাজিকিস্তানের ধর্মীয় বিষয়ক কমিটির প্রধান সুলাইমান দৌলত জাদাহ বলেন, রাজধানী দুশানবেতে ইমাম আবু হানিফা মসজিদ মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ। কাতার সরকারের অর্থায়নে নির্মিত মসজিদটি বিভিন্ন দেশে কাতারের ধর্মীয় ও মানবিক সেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে এবং শান্তি, স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।

সুযোগ থাকলে সফরের তালিকা রাখতে পারেন মধ্যএশিয়ার অন্যতম সৌন্দর্যের প্রতীক সবচেয়ে বড় মসজিদটিকে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X