উত্তম জীবনসঙ্গী পেতে আল কোরআনে শেখানো দোয়া
একজন পুরুষ তার স্ত্রীর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। একজন ভালো জীবনসঙ্গী মানুষকে আলোর পথ দেখায়। আর পত্নী যদি মন্দ হয়, তবে সে মন্দের দিকে আকৃষ্ট হয়, এটাই প্রচলিত নিয়ম। তাই একজন ভালো জীবনসঙ্গী সবারই প্রত্যাশা।
এ প্রত্যাশা পূরণে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের কোনো বিকল্প নেই। আল্লাহ পবিত্র কোরআনে ভালো জীবনসঙ্গী পাওয়ার দুআ শিখিয়েছেন।
আল্লাহ শিক্ষা দিয়েছেন,
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
(রব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।)
হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। (সূরা ফুরকান: আয়াত ৭৪)
যারা সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে ভালো জীবনসঙ্গী পাওয়ার আশা করেন, তাদের উচিত আল্লাহর শেখানো ভাষায় আল্লাহর কাছে আবেদন করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনে শেখানো আমলের মাধ্যমে উত্তম স্ত্রী ও উত্তম সন্তান দান করুন।
1 Comment