অগ্নিকাণ্ড ঘটলে যে দোয়া পড়তে হয়
আগুন সাধারণত অসতর্কতার কারণে ঘটে। দুনিয়ার বিপদ-আপদ ও আযাব থেকে বাঁচতে আল্লাহর স্মরণের কোনো বিকল্প নেই। তাই কোথাও আগুন লাগলে সর্বশক্তিমান আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি।
হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে আগুন নেভানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অতঃপর আল্লাহর নিকট থেকে সহজে দূর করার জন্য দোয়া ও নেক আমল করা জরুরী।
হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তুমি কোথাও আগুন (জ্বলতে) দেখবে, তখন তাকবীর বলবে (আল্লাহু আকবার, আল্লাহু আকবার)। কেননা তাকবীর আগুন নিভিয়ে দেবে। (তাবরানী)
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আগুন যতই ভয়াবহ হোক না কেন তাকবীরের মাধ্যমে তা নিভে যায়। আর আজান দিলে শয়তান পলায়ন করে।
আযান দেওয়া: আগুনের আক্রমণ বেড়ে গেলেও যদি আগুন নেভানোর নিয়তে জোরে আযান দেওয়া হয়, আল্লাহর রহমতে আগুন নিভে যায়।
পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলে আগুনের কার্যক্ষমতা কমে যায় এবং আগুন নেভানো সহজ হয়। যেখানে আগুন হজরত ইব্রাহিম (আ.)-কে স্পর্শ করেনি। আর তা হল ‘ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহীম’ অর্থঃ হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’