পুতিনকে হত্যার চেষ্টা ব্যর্থ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার পরিকল্পনা করেছিল ইউক্রেন বাহিনী। এই উদ্দেশ্যে তারা ১৭ কেজি বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছিল। কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয় কারণ ড্রোনটি তার লক্ষ্যে পৌঁছানোর আগেই বিস্ফোরিত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনীয় কর্মী ইউরি রোমানেনকোর একটি টুইটের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম বিল্ড এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু কিয়েভের হত্যার পরিকল্পনা ব্যর্থ হয় যখন ড্রোনটি তার লক্ষ্য থেকে কয়েক মাইল দূরে বিধ্বস্ত হয়।
জার্মান মিডিয়া অনুসারে, ইউক্রেনীয় বাহিনী গত রবিবার আকাশে ১৭ কেজি C-4 বিস্ফোরক বোঝাই একটি UJ-22 ড্রোন উড়েছিল। ওই দিন মস্কোর কাছে নবনির্মিত শিল্প শহর রুদনেভ পরিদর্শনের কথা ছিল পুতিনের।
মূলত সেই সুযোগ কাজে লাগানোর জন্যই সেদিন ড্রোন ওড়ানো হয়েছিল। কিন্তু শিল্প পার্কে পৌঁছানোর আগেই ড্রোনটি বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর হত্যা মিশন ব্যর্থ হয়েছে।
তবে কিয়েভ এখনো বিল্ডের প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এমনকি পুতিন প্রশাসনও কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করেনি বলে সংবাদমাধ্যম জানিয়েছে।
1 Comment