November 21, 2024
শ্রমিকদের ন্যায্য মজুরি দ্রুত আদায় করা ইসলামী দায়িত্বের অন্তর্ভুক্ত

শ্রমিকদের ন্যায্য মজুরি দ্রুত আদায় করা ইসলামী দায়িত্বের অন্তর্ভুক্ত

শ্রমিকদের ন্যায্য মজুরি দ্রুত আদায় করা ইসলামী দায়িত্বের অন্তর্ভুক্ত

শ্রমিকদের ন্যায্য মজুরি দ্রুত আদায় করা ইসলামী দায়িত্বের অন্তর্ভুক্ত

শান্তি ও ন্যায়বিচারের ধর্ম ইসলাম শ্রমিকদের মর্যাদা ও অধিকার সুনিশ্চিত করে। ইসলাম শ্রমিকদের প্রতি ন্যায়বিচারের নির্দেশ দিয়েছে। ইসলাম যেমন মানুষকে কাজ করতে উৎসাহিত করে: সর্বশক্তিমান আল্লাহ বলেন

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللهِ وَاذْكُرُوا اللهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

তারপর যখন নামায শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ্র করুণাভান্ডার থেকে অণ্বেষণ করো, আর আল্লাহ্কে প্রচুরভাবে স্মরণ করো, যাতে তোমাদের সফলতা প্রদান করা হয়। (সূরা জুমুআহঃ- ১০)

এ আয়াত থেকে বোঝা যায় যে, ইসলামে শ্রমের গুরুত্ব অপরিসীম। কারণ নামাজ শেষ করে দ্রুত  কাজে ছুটতে বলা হয়েছে।

কঠোর পরিশ্রম করে উপার্জন করা অত্যন্ত প্রশংসনীয়। ইসলাম নিজ হাতে উপার্জন করতে উৎসাহিত করেছে। মহানবী (সা.) বলেছেন, ‘নিজের হাতে যা উপার্জন করেছে তার চেয়ে উত্তম খাদ্য আর কেউ খায়নি। আল্লাহর নবী দাউদ (আঃ) নিজ হাতে উপার্জন করতেন এবং খেতেন।’ (বুখারী)

এই প্রশংসনীয় কাজের মাধ্যমে একজন শ্রমিক তার জীবিকা নির্বাহ করে। মহানবী (সা.) কাজ শেষ হলে দ্রুত শ্রমিকদের মজুরি পরিশোধের নির্দেশ দেন। তিনি বললেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করে দাও। (মিশকাত)

শ্রমের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগকর্তার কাছ থেকে ন্যায্য ও ন্যায্য মজুরি পাওয়ার যোগ্য। একজন শ্রমিক কঠোর পরিশ্রম করে তার চাহিদা পূরণ করে। বর্তমান বাজার অনুযায়ী একটি শ্রমজীবী পরিবারের জীবনযাত্রার কথা মাথায় রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। হাদিস থেকে শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়টিও স্পষ্ট। রাসুল (সা.) বলেছেন, দাস-দাসীকে ন্যায্য খাদ্য ও পোশাক দিতে হবে। তাকে এমন কিছু করানো যাবে না যা তার সক্ষমতার বাইরে।’ (মুয়াত্তা মালিক)

যেহেতু একজন শ্রমিক তার মজুরি থেকে তার দৈনন্দিন জীবনযাত্রার চাহিদা পূরণ করে, তাই তার মজুরি আদায়ের ব্যাপারে নিয়োগকর্তার কোন অবহেলা চলবেনা । যারা শ্রমিকের মজুরি আদায়ে কুণ্ঠাবোধ করে তাদের সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, পাওনা পরিশোধে সামর্থ্যবান ব্যক্তির অবহেলা জুলুম। (বুখারী)

দেরি না করে দ্রুত শ্রমিকদের অন্যতম অধিকার ন্যায্য মজুরি আদায় করা আমাদের কর্তব্য। মহান সৃষ্টিকর্তা, রিজিকের মালিক আমাদের সকলকে তার সীমারেখার ভিতরে অবস্থান করে মালিক ও মালিকের অধীন পক্ষকে সঠিক সমজ দান করুক।

Leave a Reply

Your email address will not be published.

X