September 20, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
যাদের ইবাদত বিনষ্ট হয়ে যায় এবং কবুল হয় না

যাদের ইবাদত বিনষ্ট হয়ে যায় এবং কবুল হয় না

যাদের ইবাদত বিনষ্ট হয়ে যায় এবং কবুল হয় না

যাদের ইবাদত বিনষ্ট হয়ে যায় এবং কবুল হয় না

আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন, “(হে রাসূল)! আপনি বলুন, আমি কি তোমাদেরকে সে সব লোকের সংবাদ দিব না, যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? ওরা তারাই পার্থিব জীবনে যাদের আমল বিনষ্ট হয়েছে। যদিও তারা মনে করে যে, তারা সৎ কাজই করছে।” [সূরা কাহাফ : ১০৩-১০৪]

অনেক সময় আমরা আমাদের লক্ষে অলক্ষে এমন কিছু কাজ করে ফেলি যেগুলো করলে আমাদের আমল সমূহ বা নেক কাজ সমূহ বিনষ্ট হয়ে যায় । অথচ আমরা অনেক সময় সেগুলো বুঝতেও চাইনা বা বুঝেও না বুঝার ভান করে থাকি। নিম্নের কাজ গুলোর সাথে মিলিয়ে নিতে পারি। তাতে আমরা অভ্যস্ত কিনা?  যে কাজগুলো করলে আমাদের আমলগুলো কষ্ট করে করা সত্ত্বেও সওয়াবের খাতায় লিপিবদ্ধ হবেনা।

  • কাফির ও মুরতাদ(ইসলাম ত্যাগকারি)
  • যে শিরক করে ।
  • মুনাফিক(কথায় ও কাজে দ্বিমুখী নীতি অবলম্বন করে যে)।
  • বিদ’আতী।
  • বিদ’আতীকে আশ্রয় দাতা ।
  • লোক দেখানোর উদ্দেশ্যে কৃত ইবাদাত।
  • তাকওয়া বিহীন আমল ।
  • যে বিচারক আল্লাহর আইন মতো বিচার ফয়সালা করে।
  • মাতা-পিতার শুকরিয়া আদায় যেজন করেনা।
  • গণক ও জ্যোতিষীর কাছে গমনকারী ।
  • মদ্যপায়ী ।
  • অপবিত্রাবস্থায় আদায়কৃত নামাজ ।
  • হিজাব পরিধান ছাড়া প্রাপ্ত বয়স্কার নামাজ।
  • হারাম পন্থায় উপার্জিত সম্পদের মালিকের ইবাদাত।
  • হারাম খাদ্যের দ্বারা গঠিত দেহের ইবাদাত ।
  • যে তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন কর…
  • মাতা-পিতার অবাধ্য সন্তান ।
  • দান করে বা উপকার করে যে খোটা দেয় ।
  • যে মহিলা সুগন্ধি লাগিয়ে বাইরে বা মাসজিদে যায়।
  • নিজ হাতে অর্জন করা আযাবে পতিত জাতির ইবাদত ।
  • যে ব্যক্তি তার অভাবগ্রস্ত আত্মীয়ের পরিবর্তে অন্যকে দান করে ।
  • মাসজিদ ব্যতীত মাসজিদের প্রতিবেশীর নামাজ।
  • অন্যায়ভাবে হত্যাকারীর ইবাদত।
  • রাসূল (সা) এর আনুগত্য বর্জনকারী
  • যাকাত অনাদায়ী সামর্থবান
  • মাতা-পিতার শুকরিয়া আদায় যেজন করেনা।
  • সাক্ষীবিহীন(প্রমাণবিহীন) ঋণদাতা
  • জিনাকারিনীর স্বামী, জিনাকারির স্ত্রী।
  • স্বয়ং জিনারকারি/ জিনাকারিনী বা জিনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ইবাদত ।
  • সে দোয়া কবুল হয় না যা কোনো পাপ কাজের জন্য করা হয় ।
  • পলাতক কৃতদাসের ইবাদত।
  • যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট ।
  • স্বৈরাচারী নেতার ইবাদত ।
  • পরস্পর ঝগড়ায় লিপ্ত মুসলমানের ইবাদত
  • অপরের স্বাধীনতা হরণকারীর ইবাদত ।

Leave a Reply

Your email address will not be published.

X